রমজানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ সোমবার সকালে, রাজধানী উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বঙ্গবন্ধু “রাজনীতির মহাকবি” শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বেঁধে দেয়া দামে বিক্রি নিশ্চিতে বাজার মনিটরিং করা হবে। এজন্য ডিসি, এসপি ও ভোক্তা অধিকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১০ আসনের সাংসদ শফিউল ইসলাম মহিউদ্দিন ও ঢাকা-১৮ আসনের সাংসদ হাবিব হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।