দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম প্রকারভেদে কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, ভারতীয় পেঁয়াজের পাশাপাশি বাজারে পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ রয়েছে। তবে, দেশি পেঁয়াজের কেজি ৩০ টাকা হওয়ায় ভারতীয় পেঁয়াজ বেশি নিচ্ছেন ক্রেতারা।
এদিকে, আমদানি বেশি হওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, রমজানকে সামনে রেখে ক্রেতারা বেশি বেশি পেঁয়াজ কিনছেন বলেও জানান তারা। চলতি সপ্তাহে এ স্থলবন্দর দিয়ে এক হাজার ২৩ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।