চাঁদপুরের হাইমচর উপজেলার চর কৃষ্ণপুর এলাকায় ৫ একর জমিতে পরিক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের চাষ করেন ৫ জন কৃষক। কৃষি প্রকল্পের আওতায়, কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশক ও পরিচর্যার টাকা দিয়ে সূর্যমুখী প্রদর্শনী করেছে উপজেলা কৃষি বিভাগ। ইতিমধ্যে ফলনও বেশ ভাল হয়েছে।
অপরদিকে, এ প্রদর্শনী দেখে এলাকার অন্যান্য কৃষকরাও সূর্যমুখী আবাদে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, সূর্যমুখীর তেল ব্যাপকভাবে উৎপাদন, সম্প্রসারণ এবং বাজারজাত করলে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে তেমনি স্থানীয়ভাবে পুষ্টিকর তেলের চাহিদাও পূরণ হবে।
এ গাছগুলোর বয়স বর্তমানে ৮০ দিন। ৯০ থেকে ১১০ দিনের মধ্যে এখান থেকে ফসল তোলা যাবে। এবার হেক্টর প্রতি ফলন ধরা হয়েছে ১.৬ থেকে ১.৮ টন ।