চলতি বছরে অস্ট্রেলিয়ায় প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার (১১ জুলাই) নিউ সাউথ ওয়েলসে করোনায় একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। পাশাপাশি চলতি বছরে একদিনে রেকর্ড ৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান বলেন, সিডনিতে চলমান কঠোর লকডাউন আরও বাড়ানো হবে। আগামীকাল শনাক্তের সংখ্যা ১০০ এর নিচে থাকলে তা বিস্ময়কর হবে।
এর আগে শনিবার (১০ জুলাই) দেশটিতে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের কিছু বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১১ জনের।