করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউনের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১৪ জুলাই) নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান জানান, লকডাউনের মেয়াদ আরও অন্তত দুই সপ্তাহ বাড়িয়ে কমপক্ষে ৩০ জুলাই পর্যন্ত কড়াকড়ি বজায় রাখা হতে পারে।
এসময় তিনি আরো জানান, এমন সিদ্ধান্ত সবসময়ই বেদনাদায়ক, তবে লকডাউন তখনই তোলা হবে, যখন দৈনিক কোভিড রোগী শনাক্তের হার শূন্যের কাছাকাছি নেমে আসবে।
এর আগে করোনা নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এ শহরটিতে তিন সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল। তবে তাতে কাজ না হওয়ায় মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিডনিতে নতুন করে ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়।