ইরাকের রাজধানী বাগদাদের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বাগদাদের সদর সিটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের একজন সদস্য ভিড়ের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে হাসপাতালের কর্মকর্তারা।
এদিকে, হামলার পরে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি ঘটনাটি নিয়ে আলোচনার জন্য শীর্ষ নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। সম্প্রতি দেশটিতে এসব হামলার ঘটনা বেড়ে গেছে।