করোনার কারণে এবারও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদ কেটেছে অনেকটা উৎসববিহীন।
সৌদি আরবের সাথে মিল রেখে আজ মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তবে স্থানীয়দের জন্য সরকারি বিধিনিষেধের কারণে ঈদুল আজহার নামাজে অংশ নিতে পারেনি অনেকেই। লকডাউনে কর্মহীন হয়ে পড়া ও বেতনাদি না পাওয়া প্রবাসীরাও ঈদের নামাজ আদায় করেছেন নিজ নিজ ঘরে।
সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত এলাকার নিদিষ্ট স্থানে পশু জবাই করার অনুমতি থাকলেও দেশটিতে বসবাসরত প্রবাসীদের সুযোগ না থাকায় ঘরোয়াভাবেই পালিত হচ্ছে তাদের ঈদুল আজহা।
এদিকে, কুয়ালালামপুরে ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।