আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের প্রধান শহর লস্করগায়ের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে।
সোমবার গভীর রাত পর্যন্ত শহরটিতে মার্কিন বিমান হামলা চলে। ইতিমধ্যে তালেবানরা একটি টিভি স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে। লস্করগায়ের দখল নিতে পারলে প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ পাবে গোষ্ঠীটি। দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাতও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবানরা।
এদিকে, তালেবানদের ঠেকাতে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের কারণে প্রাণ বাঁচাতে শহরটির কয়েক হাজার বাসিন্দা প্রত্যন্ত এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নিচ্ছে। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আবার বিভিন্ন এলাকা দখলে তৎপর হয়েছে তালেবান।