ইথিওপিয়ার টিগ্রে বাহিনী ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলের সীমানা সুদানের শেতিত নদীতে অন্তত ৫০টি মরদেহ ভেসে এসেছে।
গত কয়েকদিন ধরে ভেসে আসা মৃতদেহগুলো ইথিওপিয়ার নাগরিকদের বলে জানিয়েছেন সুদানে আশ্রয় নেয়া শরণার্থীরা। এ বিষয়ে ইথিওপিয়া থেকে পালিয়ে আসা এক শরণার্থী জানায়, গেল ৬ দিনে ভেসে আসা মৃতদেহগুলো কবর দেয়া হয়েছে।
সোমবারও আরও কিছু মৃতদেহ ভেসে আসে। হাত-পা বাঁধা অবস্থায় সবগুলো মৃতদেহেই গুলির চিহ্ন রয়েছে। তবে, এ ব্যাপারে ইথিওপিয়ার সরকার এখনো কোন মন্তব্য করেনি। এদিকে, ভেসে আসা এসব মৃতদেহের ভুয়া ছবির মাধ্যমে টিগ্রের বিদ্রোহীরা অপপ্রচার চালাচ্ছে বলে এক টুইট বার্তায় জানানো হয়েছে।