আফগানিস্তানের কুন্দুজ এবং সার-ই-পুলের পর এবার তালোকান নামে আরও একটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।
রোববার একদিনেই এই তিন নগরী বেদখল হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্মকর্তারা। এ নিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত পাঁচটি প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে গিয়েছে। তবে রাজধানী কাবুলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দখল করা প্রদেশগুলোর মধ্যে কুন্দুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী।
এ বিষয়ে কুন্দুজের প্রাদেশিক পরিষদের এক আইনপ্রণেতা বলেন, কেবলমাত্র একটি বিমানবন্দর এবং সেনাঘাঁটি ছাড়া আর সবই দখল করে নিয়েছে তালেবান। তবে তা পুনর্দখল করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র। ২০১৫ ও ২০১৬ সালেও এই শহরের দখল নিয়েছিল তালেবান। যদিও পরে বিদেশি বাহিনীদের সহায়তায় পুনরুদ্ধার করে আফগান বাহিনী।