আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গত ৩ দিনে অন্তত ২৭ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
গতকাল, এই পরিসংখ্যান প্রকাশ করে সংস্থাটি। এতে জানানো হয়, গত তিনদিনে কান্দাহার, খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ২৭ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। আর এই তিন জায়গাতেই একই সময়ে আহত হয়েছে আরও ১৩৬ শিশু।
এ হতাহতের ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের শামিল উল্লেখ করে এতে আরো জানানো হয় এ নৃশংসতা দিন দিন বেড়েই চলেছে। এসময় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আফগানিস্তানের সব পক্ষকে আহ্বান জানায় ইউনিসেফ।
এদিকে, আফগানিস্তানের ষষ্ঠ প্রাদেশিক শহর সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাক দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।