একের পর এক প্রদেশ দখল করে নেয়ার পর আফগানিস্তানের হাজার হাজার বাসিন্দাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন একে মানবিক বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। তালেবানের হামলার মুখে ইতিমধ্যে দেশটির হাজার হাজার মানুষ বাড়িঘর থেকে পালিয়ে রাজধানী কাবুল ও অন্যান্য শহর এলাকায় আশ্রয় নিচ্ছেন।
এর ফলে অনাহারে থাকা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এক মুখপাত্র জানান, গত মে মাস থেকে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যার মধ্যে ৮০ শতাংশই নারী ও শিশু।
এদিকে, একদিনেই দেশটির আরো আটটি প্রাদেশিক রাজধানী দখল নিয়েছে তালেবান। এ নিয়ে দেশটির ৩৪ টি প্রদেশের মধ্যে ১৮ টির নিয়ন্ত্রণ নিল সশস্ত্র গোষ্ঠীটি।