আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে তালেবান। যুক্তরাষ্ট্র-সমর্থিত আশরাফ গনি সরকার পতনের পর মঙ্গলবার সকালে এই ঘোষণা আসে।
এএফপির খবরে বলা হয়েছে, ‘সাধারণ ক্ষমা’ ঘোষণার পর সরকারি কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশও দিয়েছে তালেবান।
তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হল। এখন পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে রুটিন লাইফে ফিরতে হবে আপনাদের।
যারা সাবেক সরকার বা পশ্চিমা সংস্থাগুলোর সাথে কাজ করেছে, যেমন যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য যারা অনুবাদক হিসাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হতে পারে, আফগানিস্তানে ছড়িয়ে পড়া এমন ভীতির মধ্যে তালেবানের এই ঘোষণা এলো।