পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ঘুমন্ত মানুষের ওপর বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বুধবার, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে। এতে জানানো হয়, মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় জোস শহরের ইয়েলওয়া জঙ্গম গ্রামে শত শত বোকো হারাম যোদ্ধারা এ হামলা চালায়।
এসময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায় এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
২০১৫ সালে, বিদ্রোহীদের হাতে গণহত্যা ও অত্যাচারের শিকার হওয়ার পর সেখানকার হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি, শহরটিতে আবারো ফিরতে শুরু করে সাধারণ মানুষ। এসব মানুষকে নিরাপত্তা দেয়ার আশ্বাসের মধ্যেই জঙ্গিগোষ্ঠীর এই হামলার ঘটনা ঘটল।