মা-বাবার মতোই এবার শোবিজ অঙ্গনে পা রাখল তাহসান-মিথিলা কন্যা আইরা তেহরিম খান। এক বিজ্ঞাপনের চিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক হলো এই তারকা কন্যার। প্রথম এই কাজে তাকে দেখা গেছে মায়ের সঙ্গেই।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিথিলা-আইরার সেই বিজ্ঞাপনচিত্র। এক প্রসাধনী পণ্য নিয়ে এই বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান; যেখানে মিথিলা-আইরাকে দেখা গেছে মা-মেয়ের চরিত্রেই।
এ প্রসঙ্গে মিথিলা জানান, নির্মাতা দল তাদের সঙ্গে যোগাযোগ করে, সেখানে একজন মা ও এক টিনএজ মেয়েকে কেন্দ্র করে বিজ্ঞাপন তৈরি করতে চান তারা।
আরও পড়ুন: শুভশ্রী-রুক্মিণীর কাছে ‘ক্ষমা’ চাইলেন দেব
মেয়ের প্রথম কাজ নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর ও রাজি হয়। এটি বিজ্ঞাপনচিত্র হলেও এখানে অভিনয়টা রয়েছে। সেই অর্থে আইরার প্রথম অভিনয়। অডিশনে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা আরও বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু আইরার জন্য ছিল চ্যালেঞ্জিং। কারণ সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই। তবুও টিমের সবাই অনেক সাপোর্ট দিয়েছে, আর আইরাও ভালোভাবেই শেষ করতে পেরেছে।’