তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণ সহায়তা স্থগিত করায় দেশটির স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার, জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি এ তথ্য জানায়। এতে বলা হয়, চলতি সপ্তাহের মধ্যে দেশটির ৯০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রই বন্ধ হয়ে যেতে পারে। আফগানিস্তানে বর্তমানে ২ হাজার ৩শ’টি স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা দেয়া হচ্ছে। কিন্তু, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিতে ত্রাণ কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এর ফলে স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, কাবুল বিমানবন্দরে বর্তমান পরিস্থিতির কারণেও ত্রাণ পাঠাতে বেগ পেতে হচ্ছে সংস্থাগুলোর। সবদিক বিবেচনায় দেশটিতে করোনাসহ নানাধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে এবং এতে মৃত্যুও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু।