মাঙ্কিপক্সের সংক্রমণকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শনিবার (২৩ জুলাই) মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয়বারের জরুরি বৈঠকের পর এ ঘোষণা আসলো।
বর্তমানে মাঙ্কিপক্স ছাড়াও এই ধরনের আরও দুটি স্বাস্থ্য জরুরি অবস্থা রয়েছে – করোনভাইরাস মহামারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, এখন ৭৫টি দেশ থেকে ১৬ হাজারেরও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। এই রোগে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর জানা গেছে।