ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে।
ক্যালাব্রিয়া উপকূলের সাগর তীরবর্তী রেসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছে এ জাহাজডুবি হয়। নিহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নৌকাটিতে অন্তত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৮০ জনকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে জাহাজডুবির ঘটনাকে বড় ধরনের এক মর্মান্তিক ঘটনা উল্লেখ করে জানান, নৌকা ডুবির ঘটনায় এখনও ৩০ জন নিখোঁজ রয়েছে।