প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার (১৫ মে) এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
টুইটারে জেলেনস্কি জানিয়েছেন, ‘মূল আলোচনা’র জন্য তার ‘বন্ধু’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তিনি দেখা করবেন।
এর আগে, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য নিশ্চিত করেছিল যে, তারা রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।