রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত শক্তভাবে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
একইসঙ্গে শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার অঙ্গীকারও করেছেন তিনি।
সোমবার, দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানায়। একইসঙ্গে একটি শক্তিশালী দেশ গড়ার বিষয়ে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা কিম জোরদার করবেন বলেও জানায় সংবাদমাধ্যমটি।
এসময় রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন এবং মস্কোর প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানান।