যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ক্রামাতোর্সকের একটি রেঁস্তোরায় মঙ্গলবার (২৭ জুন) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
হামলার পরপরই রেঁস্তোরার ভবনটি ধসে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন।
রুশ বাহিনী যে শহরে হামলা চালিয়েছে, সেটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি রাশিয়ার দখলকৃত অঞ্চলের পাশেই অবস্থিত।
সংবাদমাধ্যম বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তিনি মানুষকে ‘মৃত অবস্থায়’ পড়ে থাকতে দেখেছেন। এছাড়া আহতরা বাঁচার জন্য চিৎকার করছিল, কাঁদছিল।
নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেখানকার ভনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কয়েকটি ধসে পড়ে।
হামলার সময় রেঁস্তোরার ভেতরে অন্তত ৮০ জন মানুষ ছিলেন বলে জানিয়েছেন বেলজিয়ামের ফ্রিল্যান্সার সাংবাদিক আর্নড ডি ডেকার।
তিনি আরও জানিয়েছেন, হামলার পরপরই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়।
সূত্র: বিবিসি