ইউক্রেনের জয়ের মাধ্যমে রাশিয়ার চলমান আগ্রাসনের অবসান হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তর আমেরিকার দেশ কানাডা সফরের সময় দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেন।
এসময় রুশ আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে অব্যাহত সমর্থনের জন্য কানাডাকে বারবার ধন্যবাদ জানান ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট। বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার কানাডার পার্লামেন্টে যান ভলোদিমির জেলেনস্কি। এসময় জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। কানাডার হাউস অব কমন্সে পৌঁছলে সবাই দাঁড়িয়ে তাদের অভিবাদন জানান।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর কানাডায় জেলেনস্কির এটিই প্রথম সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে জেলেনস্কি ওয়াশিংটন থেকে অটোয়াতে পৌঁছান। এর আগে যুক্তরাষ্ট্রে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য রাজনীতিবিদদের সাথে বৈঠক করেন।
কানাডিয়ান পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘চলমান এই রাশিয়ান আগ্রাসন অবশ্যই আমাদের বিজয়ের মাধ্যমে শেষ করতে হবে যাতে রাশিয়া কখনোই ইউক্রেনে গণহত্যা ফিরিয়ে আনতে না পারে এবং কখনোই তা করার চেষ্টাও যেন না করে। মস্কোকে অবশ্যই সবসময় হারতে হবে এবং তারা পরাজিত হবে।’
সংবাদমাধ্যম বলছে, ১৯৮৩ সালে এডমন্টনে বিশ্বের প্রথম হলডোমোর স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা বলে জেলেনস্কি তার ভাষণ শুরু করেন। তিনি বলেন, ‘সেই সময়ে, ইউক্রেনীয়দের গণহত্যার শিকারদের স্মরণে ইউক্রেনে কোনও স্মৃতিসৌধ ছিল না, কারণ ইউক্রেন তখনও মস্কোর নিয়ন্ত্রণে ছিল।’
জেলেনস্কি বলেন, গত ৪০ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তিনি উল্লেখ করেন, ইউক্রেন স্বাধীনতা লাভ করেছে এবং কয়েক ডজন দেশ ইউক্রেনীয় জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত হিসেবে স্বীকৃতিও দিয়েছে। এর মধ্যে এ বছর ১১টি স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।