গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলের বোমা হামলা অব্যাহত থাকলে, প্রতিরোধ বাহিনীকে কেউই থামাতে পারবে না। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, যদি ইহুদিবাদী (ইসরায়েল) শাসকগোষ্ঠীর অপরাধ অব্যাহত থাকে, তাহলে মুসলিমদের ও প্রতিরোধ বাহিনী ধৈর্যহীন হয়ে পড়বে এবং কেউই তাদের থামাতে পারবে না। খামেনি বলেন, ইহুদিবাদী শাসকরা যাই করুক না কেন, তারা যে কলঙ্কজনক ব্যর্থতা ভোগ করেছে তা কোনোভাবে কাটিয়ে উঠতে পারবে না।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর গাজা উপত্যকায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামাস-ইসরায়েলের চলমান এই যুদ্ধে ইসরায়েলে ১ হাজার ৪০০ ও গাজায় ২ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।