ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরাইলের নির্বিচার বোমা হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ।
স্থানীয় সময় গতকাল, সেন্ট্রাল লন্ডনের পোর্টল্যান্ড স্ট্রিটের বিবিসির কার্যালয়ের সামনে থেকে পোর্টল্যান্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, পিকাডোলি স্কয়ার, হে-মার্কেট, ট্রাফলগার স্কয়ার এবং প্রধানমন্ত্রীর অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে কমপক্ষে ১ লাখ মানুষ জড়ো হন।
রয়টার্স জানিয়েছে, সমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ই অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে নজিরবিহীন হামলা চালায়।
এরপর থেকে গাজায় ইসরাইলের বিমানবাহিনীর নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।