বর্তমানে ইসরায়েলে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তেল আভিভে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। ব্লিঙ্কেন জানিয়েছেন, নেতানিয়াহুর বক্তব্য হলো- উত্তর গাজায় ইসরায়েলের সেনার অভিযান সমাপ্তির পথে। সেখান থেকে সেনাদের ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে।
এই কথার পরিপ্রেক্ষিতে ব্লিংকেন বলেছেন, উত্তর গাজায় যাতে গৃহহীন মানুষ ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। সে কারণেই দ্রুত সেখানে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের যাওয়া দরকার। তারা গিয়ে পরিস্থিতির মূল্যায়ন করতে পারবে। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে গৃহহীনদের ফের উত্তর গাজায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
ব্লিংকেন জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান ধীরে ধীরে কমাতে হবে। গুরুত্ব দিতে হবে স্থানীয় মানুষের মানবিক সাহায্যের দিকে।
তার কথায়, আরও ওষুধ, আরও পানি, আরও খাবার, আরও অত্যাবশ্যকীয় পণ্য গাজায় পাঠাতে হবে। মানবিক সাহায্য গাজায় ঠিকমতো ঢোকার পর তা সকলের মধ্যে সমানভাবে বণ্টন হচ্ছে কিনা, তা নজরে রাখতে হবে। এই মুহূর্তে গাজার সাহায্য প্রয়োজন।