লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে রিও ডি জেনিরো প্রদেশে প্রবল বর্ষণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছে। এছাড়া অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রাদেশিক ফায়ার সার্ভিস জানিয়েছে, এই সপ্তাহান্তে রিও ডি জেনিরো প্রদেশে প্রবল বর্ষণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে গাড়িসহ নদীতে পড়ে যাওয়ার পরে এক নারী নিখোঁজ হয়েছেন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
বিদ্যমান পরিস্থিতিতে রিওর মেয়র এডুয়ার্ডো পেস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার ফেডারেল সহায়তার প্রস্তাব দিয়েছেন।