পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে দেশটির খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর দ্য ডনের।
পাকিস্তান আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। এটি সকাল ৬টার দিকে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ২১৫ কিলোমিটার।
ডন নিউজের তথ্য অনুসারে, মারদান, মালাকান্দ, হাঙ্গু, বুনের, শাংলা, দির ও চরসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরে এই ভূকম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরেও এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠে।
তবে এই ভূমিকম্পে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।