বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে এমনটা জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকতার পরিচয় দিয়েছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনক্ষণ উনি যখন আসবেন, তখন তিনিই জানাবেন। দলের পক্ষ থেকেও তার দেশে ফেরার সময় জানানো হবে। এ সময় উপযুক্ত সময়ে দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারাও।