1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
পাকিস্তান শান্ত থাকবে : ইশাক দার
ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

পাকিস্তান শান্ত থাকবে : ইশাক দার

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
পাকিস্তান শান্ত থাকবে ইশাক দার

জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে— এই পরিস্থিতিতে পাকিস্তান শান্ত থাকবে এবং ইসলামাবাদ কোনো উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইশাক দার। সেই সঙ্গে পেহেলগামের হামলাকে ভারতের ‘পূর্বপরিকল্পিত হামলা’ বলেও দাবি করেছেন তিনি।

সোমবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের অধীন সংস্থা ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের ‘রিজিওনাল ডায়লগ ২০২৫’ নামের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার। সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং অন্যদিকে (ভারত) মনোযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমরা শান্ত থাকব।”

পেহেলগামের ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই— দাবি করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিশ্বাস— পেহেলগামে যা ঘটেছে, তা ভারতের পূর্ব পরিকল্পিত একটি হামলা এবং নিজেদের বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন ও সেখানে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে ভারত নিজেই এ হামলার নকশা করেছে। তাছাড়া তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন লক্ষ্যও রয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে সামনের মাসগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রচারণায় তারা এই হামলাকে ব্যবহার করবে।”

“কিন্তু নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভারত খুবই বিপজ্জনক রাজনৈতিক খেলা এবং জুয়া খেলছে, যা এই অঞ্চলের লাখ লাখ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। যাই হোক, আমরা আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং উত্তেজনা হ্রাসে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাব।”

স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও।

এ হামলাকে ঘরে গত এক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। সোমবারের অনুষ্ঠানে ইশাক দার বলেন, “যে স্থানে হামলা হয়েছিল, সেখান থেকে নিকটতম থানার দূরত্ব অন্তত ৪৫ মিনিট। অথচ, হামলার ১০ মিনিটের মধ্যে থানায় এফআইআর রেজিস্ট্রি করা হলো। এটা কীভাবে সম্ভব? তারা (ভারত) কি আমাদের বোকা ভেবেছে?”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

রবিবার, ৪ মে, ২০২৫
এলপি গ্যাসের দাম আরও কমলো

এলপি গ্যাসের দাম আরও কমলো

রবিবার, ৪ মে, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.