চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ধূসর ও কমলা রঙের ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় দুপুরে শানডং প্রদেশের গাওমি শহরে শানডং ইউডাও কেমিক্যালের কারখানার ওয়ার্কশপে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশেপাশের ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে। তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার ও রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে ৫৫টি যানবাহন ও ২৩২ জন কর্মী পাঠিয়েছে। এছাড়াও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি ওয়ার্কিং গ্রুপ এবং অতিরিক্ত উদ্ধারকর্মী প্রেরণ করেছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩.৫ কিলোমিটার (২.২ মাইল) দূরে একটি হোটেলে কর্মরত এক কর্মী বলেন, তিনি দুপুরের দিকে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
বিস্ফোরণস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে একটি কারখানার আরেক কর্মী বলেন, তিনি একটি বুম শব্দ শুনেছেন এবং কাঁপুনি অনুভব করেছেন। মেং নামের ওই কর্মী বলেন, ‘বাতাসের একটি তীব্র স্রোত আমাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে আমি অফিস থেকে বের হতে সাহস করিনি। কারখানার দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের স্রোত জানালা দিয়ে ভিতরে ঢুকেছে, এবং আমি যদি আরও কাছাকাছি থাকতাম, এটি আমাকে দেয়ালের দিকে ছুড়ে মারতে পারত।’
রয়টার্সের তথ্য অনুযায়ী, শানডং ইউডাও কেমিক্যাল হিমাইল গ্রুপের মালিকানাধীন, যারা লিস্টেড কোম্পানি হিমাইল মেকানিক্যালেরও মালিক। এই বিস্ফোরণের পর হিমাইল মেকানিক্যালের শেয়ারের দাম প্রায় ৪% কমে গিয়েছিল। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, শানডং ইউডাও কেমিক্যাল ২০১৯ সালের আগস্টে প্রতিষ্ঠিত হয় এবং গাওমি রেনহে কেমিক্যাল পার্কে ৪৬ হেক্টরেরও বেশি জমির ওপর অবস্থিত।
ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানিটি কীটনাশক, ফার্মাসিউটিক্যালস ও রাসায়নিক পণ্য উৎপাদন ও বিক্রি করে। এর আগে, ২০১৫ সালে তিয়ানজিন শহরে একটি রাসায়নিক গুদামে ধারাবাহিক বিস্ফোরণে ১০০-র বেশি মানুষ নিহত হয় এবং বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে।