ওপার বাংলার অভিনেতা দেব। চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে মুক্তি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। এই ছবিটি শুরু থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘রক্তবীজ ২’-কে পেছনে ফেলে এগিয়ে গেছেন দেব।
যদিও ছবিটির অফিশিয়াল আয়ের পরিসংখ্যান প্রযোজনা সংস্থা এখনো প্রকাশ করেনি, তবে সম্প্রতি এক টুইটে এসভিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি নিশ্চিত করেছেন, ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। এই ছবির যৌথ প্রযোজকও তিনি।
‘আগামীকাল দেব ডে-র জন্য উত্তেজিত’ এমন একটি টুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, ‘মেগাস্টার এই বিশেষ কারণেই।’ এরপর হ্যাশট্যাগে ‘রঘু ডাকাত’-এর নামের পাশে ১০ কোটি উল্লেখ করেন তিনি।
তবে এই হিসাব প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিত ভক্তরা প্রযোজককে ট্রল করে দাবি করছেন, এই অঙ্কে নাকি ‘জল মেশানো’ আছে।
অন্যদিকে, স্যানক্লিকের পরিসংখ্যান অনুসারে জানা যায়, ‘রঘু ডাকাত’ মাত্র ১২ দিনে ভারতের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের ক্ষেত্রে দেবের ‘রঘু ডাকাত’ ও ‘রক্তবীজ ২’ একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, সিঙ্গল স্ক্রিনে অনেকখানি এগিয়ে রয়েছে দেব অভিনীত ছবিটি।
দেবের আগের দুই মুক্তিপ্রাপ্ত ছবি ‘খাদান’ এবং ‘ধূমকেতু’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার ‘রঘু ডাকাত’-এর মাধ্যমে ‘দেব সুনামি’-র অপেক্ষা। যদি এই ছবিটি ২৫ কোটির গণ্ডি পেরোতে পারে, তবে তা হবে দেবের ক্যারিয়ারের জন্য একটি বিরাট অর্জন।
এদিকে, দেব ভক্তদের এখন নতুন দাবি এবার যেন ‘চাঁদের পাহাড়’-এর তৃতীয় পর্ব নিয়ে আসেন দেব ও এসভিএফ। ভক্তরা তাদের প্রিয় ‘শঙ্কর’-এর নতুন অভিযান দেখতে ভীষণ আগ্রহী। পাশাপাশি, পূজার পর এ বছরের ডিসেম্বরেই আসছে দেবের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’।