ভারতের জিএসটি কাউন্সিলিংয়ের ৮ ঘণ্টার বৈঠকের বড় সিদ্ধান্ত সামনে এসেছে। এই বৈঠক থেকে জিএসটি হার কমিয়েছে কর্তৃপক্ষ। ফলে দেশটিতে শতাধিক পণ্যের দাম কমতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হার বাদ দিয়ে ৫ শতাংশ ও ১৮ শতাংশ ও ৪০ শতাংশ হারে জিএসটি কার্যকর হবে।
এর আগে ভারতের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে জিএসটি হারে বড় পরিবর্তন আসতে চলেছে। দীপাবলির আগেই দেশবাসী বড় উপহার পাবেন বলেও জানিয়েছিলেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং দ্রুত বৈঠকের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কথা বলেছেন।
স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল সেগুলোও শূন্য করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৩৩ ধরনের ওষুধ এবং পাউরুটি। এছাড়া রুটি-পরোটা, পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি।
ফলে দাম কমবে, মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট ন্যুডলস, পিৎজা ব্রেড, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল ডায়াপার, মেডিক্যাল অক্সিজেন, ৩২ ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেনসিল, এসি, মার্বেল পাথর, গ্রানাইট পাথরের। পাশাপাশি ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার গাড়ি, ৩৫০ সিসির নীচের বাইকের দাম কমছে। তবে বিলাসবহুল গাড়ির উপর ৪০ শতাংশ জিএসটি বাড়ছে।
নতুন জিএসটি হারে বিলাসবহুল সামগ্রীর দাম বাড়ছে। পানমশলা, কোল্ড ড্রিঙ্কস, মদের মতো তামাকজাত পণ্যে ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে।