আইন পাস করে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল। এই আইন প্রস্তাব করেছে দেশটির দক্ষিণ-পন্থি চেগা দল। এর মাধ্যমে জনসাধারণের অধিকাংশ স্থানে বোরকা ও নিকাব-এর মতো পূর্ণ-মুখ ঢাকার অনুমতি নিষিদ্ধ হবে। তবে বিমান, কূটনৈতিক প্রাঙ্গণ এবং ধর্মীয় স্থানে মুখোশ পরার অনুমতি থাকবে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) পাস হওয়া বিলটিতে জনসমক্ষে নিকাব পরার জন্য ২০০ থেকে ৪ হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে কাউকে তা পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বহু দিন তর্ক-বিতর্ক চলার পর শুক্রবার পার্লামেন্টে ভোটের জন্য বিলটি তোলার পর সংখ্যাগরিষ্ট এমপি সেটির পক্ষে ভোট দেন। ফলে শুক্রবার থেকেই আইনে পরিণত হয়েছে সেই বিল।
উল্লেখ্য, কয়েক দিন তর্ক-বিতর্ক চলার পর শুক্রবার পার্লামেন্টে ভোটের জন্য বিলটি তোলার পর সংখ্যাগরিষ্ট এমপি সেটির পক্ষে ভোট দেন। ফলে শুক্রবার থেকেই আইনে পরিণত হয়েছে সেই বিল।