ভারতের দিল্লীতে একটি কারখানায় আগুন লেগে ৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো অনেকে।
রোববার ভোরে উত্তর দিল্লীর সবজি বাজারের পাশের একটি কারখানায় এ অগ্নিকান্ড ঘটেছে বলে জানিয়েছে দিল্লী দমকল বাহিনীর এক সূত্র।
আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৩০টি দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকান্ডের ঘটনার সময় কারখানার ভিতরে প্রায় ৫০ জন শ্রমিক ছিল। তারা সবাই ঘুমন্ত অবস্থায় থাকাতে আগুন লাগার বিষয়টি কেউ বুঝতে পারেনি। কারখানাটিতে মূলত স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য কিছু সামগ্রী তৈরি করা হত।
ডেপুটি ফায়ার চিফ অফিসার সুনীল চৌধুরী জানিয়েছে, ৬০০ স্কয়ার ফিট প্লটের ওই কারখানাতে রোববার সকালে আগুন লাগে। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে খুব দ্রুত কালো ধোঁয়ায় আশেপাশের সবকিছু তলিয়ে যায়। তবে কারখানায় আগুন লাগার কারণটি এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় উত্তর দিল্লীর সবজি বাজারের আশেপাশের যান চলাচল সকাল থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। (কলকাতা টুয়েন্টিফোর)
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি