মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ইরান সহযোগিতা চাইলে যুক্তরাষ্ট্র তা প্রদানে প্রস্তুত আছে।
গতকাল (শনিবার) ওয়াশিংটনের কাছে তিনি বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল এ্যাকশন কনফারেন্স (সিপিএসি)-এ ট্রাম্প বলেন, ইরানিদের এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র স্বতঃস্ফূর্ত সহযোগিতায় রাজি। তারা চাইলে যুক্তরাষ্ট্রের দক্ষ পেশাজীবীরা তাদের সহযোগিতায় সেখানে যাবে।
বিশ্বের ৬১টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার আরো ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এতে করে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জন।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শনিবার পশ্চিম উপকূলীয় রাজ্য ওয়াশিংটনে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম কারো মৃত্যু।
ট্রাম্প গত দুই সপ্তাহ যাবত ইরান ভ্রমণকারিদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছেন এবং নাগরিকদের মারাত্মকভাবে করোনা ছড়ানো ইটালি ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ না করার আহবান জানিয়েছেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি