ইউরোপীয় দেশগুলোতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৫০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এনিয়ে এ অঞ্চলের দেশগুলোতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে এক লাখ চার হাজার ৫৯১ জনে দাঁড়ালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার প্রতিদিনের করোনা পরিস্থিতির প্রতিবেদনে একথা জানায়। খবর এএফপি’র।
ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২৩:৫৯ (গ্রিনিচ মান সময় ২২৫৯) সিইটি’র পর ইউরোপে কোভিড-১৯ ভাইরাসে মোট চার হাজার ৮৯৯ জন মারা গেছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা ৮১৬ জন বেশি।
ইউরোপীয় দেশগুলোতে এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চার হাজার ৫৬৬ জন মারা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়া প্রথম দেশ চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বব্যাপী দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও নয় হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি