করোনা ভাইরাসে শনিবার পর্যন্ত ইউরোপে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে । এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লকডাউনের বিধিনিষেধে হতাশ শত শত আমেরিকান যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ করেছে।
করোনায় ভয়াবহতায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যার সর্বশেষ রিপোর্ট প্রকাশের পরপরই বিশ্বব্যাপী শিল্পীরা স্বাস্থ্যকর্মীদের প্রতি সমর্থন জানাতে এবং এই সংকটকালে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কয়েক ঘন্টাব্যাপী লাইফ স্ট্রিম কনসার্টে অংশ নেন।
ছয়ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে এ্যাওয়ার্ড বিজয়ী তরুণ সিঙ্গার বিলি আইলিস থেকে রোলিং স্টোন পর্যন্ত অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভয়ংকর সংক্রামক এই ভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী ২২ লাখ ৮৯ হাজার ৫০০ লোক আক্রান্ত হয়েছে। এতে শুধু ইউরোপেরই মোট ১ লাখ ৫১০ জনের মৃত্যু হয়েছে।
এএফপির হিসাবে এই সংখ্যা বিশ্বের মোট মৃত্যুর দুই তৃতীয়াংশ, বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন।এর এক তৃতীয়াংশের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে বিশ্বের যে কোন দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী।শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৬৬৪ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজারের বেশী।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি