যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব নিয়ে প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার সাথে আলোচনা করেছে। খবর এএফপি’র।
তেহরানের বিরুদ্ধে বিতর্কিত অস্ত্র বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার বিরুদ্ধে মস্কো ইতোমধ্যে তাদের মতামত ব্যক্ত করেছে। এদিকে বিভিন্ন নিষেধাজ্ঞা শেষ হলে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করার প্রত্যাশা করছে।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট জানান, ওয়াশিংটন পশ্চিমা মিত্র দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও এস্তোনিয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার সাথে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। তারা সকলেই ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য।
ক্রাফট সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের সাথে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। আপনারা জানেন, এ ব্যাপারে ‘আমরা অত্যন্ত সাবধানে যথাযথভাবে কাজ করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘ইরানের আচরণের বিষয়ে বৈশ্বিক ঐক্যমতে রাশিয়া ও চীনের অংশগ্রহণ প্রয়োজন।’ (সুত্র: বাসস)