মারণ করোনার হানায় কাঁপছে গোটা বিশ্ব। করোনার প্রতিষেধক তৈরিতে কোমর বেঁধে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিশ্বের একাধিক দেশের গবেষকরা। সংক্রমণের নিরিখে গোটা বিশ্বে শীর্ষে আমেরিকা। করোনা পরিস্থিতি সেদেশে গুরুতর। ব্রিটেনেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
মারণ ভাইরাস হানার পর থেকেই বিশ্বের নানা দেশের পাশাপাশি প্রতিষেধক তৈরির কাজ শুরু করে দিয়েছিল ব্রিটেনও। সেই মতো ভ্যাকসিন বানানোর পর তার সফলতা বুঝতে এবার মানবদেহে তা প্রয়োগের তৎপরতা শুরু ব্রিটেনে।
সংবাদসংস্থা বিবিসি সূত্রে জানা গিয়েছে, ব্রিটেন সরকার ৩০০ জনের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করে দেখবে। ব্রিটেনে করোনর এই ভ্যাকসিন তৈরি করেছেন লন্ডনের ইম্পিরিয়ল কলেজের অধ্যাপকরা।
ইতিমধ্যে যে ৩০০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে আগেভাগেই তাঁদের বেছে নেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় করোনার ১২০টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। শীঘ্রই কোনও না কোনও ক্ষেত্রে সফলতা মিলতে পারে বলে আশাবাদী গবেষকরা।
করোনা হানায় কাঁপছে ভারতও। দেশে প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দেশে ফের সর্বোচ্চ হারে করোনা সংক্রমণে বেড়েছে উদ্বেগ। গত ২৪ ঘন্টায় আবারও লাফিয়ে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৩ জন। মৃত্যু হয়েছে আরও ৪১৮ জনের।
নতুন করে মৃত্যু ও সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫। করোনায় মৃত্যু হয়েছে মোট ১৪,৮৯৪ জনের। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৮৬ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন। সূত্র: কলকাতা ২৪