এপ্রিলের পর থেকে জুলাইয়ের শেষে এসে সোমবার সর্বোচ্চ সংক্রমণ দেখল চীন। সোমবার নতুন করে চীনে আক্রান্ত হলেন ৬১ জন। দেশের মোট ৩ টি এলাকা থেকে এই সংক্রমণের খবর মিলেছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে ৫০ জনই উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলের মানুষ। ফলে ওই এলাকায় নতুন করে সংক্রমণের আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে গত সপ্তাহে লিয়োনিংয়ের উত্তর-পূর্ব এলাকায় ১৪ তি নতুন করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে।
উত্তর কোরিয়ার সীমান্তের নিকটবর্তী পার্শ্ববর্তী এলাকায় আরও ২ টি নতুন করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। জুন মাসে এখান থেকে কেউ আক্রান্ত হননি। শেষ আক্রান্ত হয়েছিলেন মে তে। এরপর ফের সংক্রমণ ঘটল জুলাইয়ের শেষে।
অন্যদিকে চীনের রাজধানীতে করোনার হুংকার কমছে, তাই সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, সম্পূর্ণ ক্ষমতার মাত্র ৩০ শতাংশ নিয়ে শুরু হবে বুকিং। সিনেমা চলাকালীন কোনও খাবার বা পানীয়’তে অনুমতি দেওয়া হবে না। সূত্র: কলকাতা ২৪