করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আনতে বাসিন্দাদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে হংকং সরকার। শুক্রবার এ কথা জানান, সরকারের প্রধান নির্বাহী ক্যারি লাম।
গত মাস থেকে হংকংয়ে ভাইরাসটির সংক্রমণ ফের বেড়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের বিনামূল্যে করোনা টেস্টের প্রস্তাব দিচ্ছে সরকার। দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানান লাম।
প্রথমবার শহরটিতে ব্যাপক হারে করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে হংকং। এ পর্যন্ত হংকংয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ৩ হাজার ৯’শ জন, তাদের মধ্যে মারা গেছেন ৪৬ জন।