ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক অমিত শাহ করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর তাকে আবারও রাজধানী দিল্লির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সপ্তাহে তার করোনাভাইরাস টেস্টের ফলাফল নেগেটিভ এসেছিল।
ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, শাহ গত কয়েকদিন ধরে দুর্বলতা ও শরীরের ব্যথায় ভুগছেন বলে চিকিৎসকদের জানিয়েছেন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে গুরগাওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টেস্টের ফলাফল নেগেটিভ আসার পর তাকে ছেড়েও দেওয়া হয়।
হাসপাতাল ছেড়ে চলে আসার পর ১৪ই অগাস্ট এক টুইট বার্তায় অমিত শাহ জানয়েছিলেন তিনি তার বাড়িতে বেশ কিছু দিন আইসোলেশনে থাকবেন কিন্তু সংবাদ মাধ্যমগুলো বলছে, তার একদিন পরেই তাকে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। সূত্র: বিবিসি বাংলা