জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৭ লাখ ৯০ হাজার ১৯৫ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৯ হাজার ২৪৮ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৯৩১ জন। এই ভাইরাসে দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন।
এদিকে ভারতে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৯৪ জনে।
বিশ্বে আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৫ হাজার ৮২২ জন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ৪১৩ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১৮৯ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি