শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
আজ এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং তার দল ডেমোক্র্যাট পার্টি এলডিপিকে বিষয়টি নিশ্চিত করেন অ্যাবে। দ্রুত পদত্যাগ পত্র জমা দেয়ার কথাও জানান তিনি।
এ সময় অ্যাবে জানান, অসুস্থতার কারণে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করায় জাপানের জনগণের কাছে ক্ষমা চান দীর্ঘ আট বছর ধরে ক্ষমতায় থাকা এ প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি