আইএস নেতা আবু বকর আল-বাগদাদি ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করেছিলেন। বিগত কয়েকমাসে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির ফলে ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে আইএস।
সোচিতে সম্মেলনে পুতিন বলেন, ‘তারা আল্টিমেটাম দিয়েছে। দাবি মানা না হলে প্রতিদিন ১০ জনকে হত্যার হুমকি দিয়েছে তারা। গত পরশুই তারা ১০ জনকে হত্যা করেছে।’ বুধবার রুশ বার্তা সংস্থা তাসও জানিয়েছিলো, সিরিয়ার দেইর আল জর প্রদেশে ৭০০ জনকে জিম্মি করে রেখেছে। মূলত মার্কিন সমর্থিত বাহিনীর আওতাহীন একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে তাদের জিম্মি করা হয়।
তবে পুতিনের এই দাবিতে সন্দিহান যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার সন রবার্টসন বলেন, আমরা শরণার্থী শিবিরে হামলার ব্যাপারে নিশ্চিত হয়েছি। তবে প্রেসিডেন্ট পুতিনের দাবি করা জিম্মির ঘটনায় আমরা সন্দিহান। এছাড়া সেই ক্যাম্পে কোনও মার্কিন নাগরিক ছিলো কি না তা নিয়েও আমরা নিশ্চিত নই।
নিউজ ডেস্ক / বিজয় টিভি