চীনের দাবি, দু’তিন মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে গত কাল দাবি করলেন, আর এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে করোনার প্রতিষেধক।
আমেরিকায় আজ ২ লক্ষ পেরোল মৃতের সংখ্যা। করোনা-সংক্রমিত ৬৭ লক্ষ। এ দিকে, সামনের নভেম্বরেই প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে যে কোনও উপায়ে প্রতিষেধক আনতে মরিয়া ট্রাম্প। গত কাল ফিলাডেলফিয়ায় টাউন হলে একটি মার্কিন টিভি চ্যানেলের অনুষ্ঠানে রাজনীতির চেনা সুরেই ট্রাম্প বলেন, ‘‘আগের সরকার হলে ভ্যাকসিন আনতে বছরের পর বছর সময় লাগিয়ে দিত… ওই এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ও অন্যান্য লাল ফিতের ফাঁস পেরোতে। আর কয়েক সপ্তাহ লাগবে। হয়তো তিন কী চার সপ্তাহ।’’ ওই অনুষ্ঠানে এক ব্যক্তি নিজেকে কনজ়ারভেটিভ সমর্থক পরিচয় দিয়ে প্রেসিডেন্টকে বলেন, ১ মে পর্যন্ত তিনি ট্রাম্পের আশ্বাসে খুশি ছিলেন। কিন্তু এখন বাড়ি থেকে বেরোতে ভয় পান। তিনি ডায়াবিটিস-রোগী। জানালেন, রাস্তায় মাস্ক ছাড়া লোকজন দেখলে পাশ কাটিয়ে-কাটিয়ে হাঁটেন। মানুষের এই মাস্ক না-পরা, পারস্পরিক দূরত্ব বজায় না-করা, এ ধরনের বেপরোয়া মনোভাবের জন্য প্রেসিডেন্টকেই দায়ী করেছেন ওই কনজ়ারভেটিভ সমর্থক।