রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন, তাকে ফিরিয়ে আনতে বারবার চেষ্টা করেন। তবে তিনি ফেরেননি। সেই ক্ষোভে নিজের চার শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার ইয়ার হোসেন নামে এলাকায়। সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নিজের সন্তানদের গুলি করে হত্যা করেন ওই বাবা। এরপর ওই একই পিস্তল দিয়ে নিজেও আত্মহত্যা করেন।
ইয়ার হোসেন থানার প্রধান কর্মকর্তা আব্দুল ওয়ালি দ্য ডনকে বলেছেন, “মরদেহগুলো পাওয়ার পর প্রতিবেশিরা পুলিশকে অবহিত করেন। ওই বাবার মাথায় গুলির চিহ্ন ছিল। অপরদিকে উদ্ধারকারীরা শিশুদের মরদেহগুলো ঘরের ভেতর থেকে পান। তাদের তেহসিল সদরদপ্তর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। স্বামী বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলেও এতে ব্যর্থ হন।
স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য আওয়াল শের খান ডনকে বলেছেন, গত বৃহস্পতিবার এ হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটে। এর দুইদিন আগে ওই স্বামী তার স্ত্রীর কাছে দুই বছরের মেয়ে সন্তানকে পাঠান। কিন্তু তার স্ত্রী না এসে ওই দুধের শিশুকে উল্টো ফেরত পাঠিয়ে দেন। স্ত্রীর এমন কাণ্ডে বেশ ক্ষিপ্ত হন তিনি। আর ওই রাগ থেকেই চার সন্তানকে হত্যা করে তিনি নিজে আত্মহত্যা করেন।