মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক বিষাক্ত পদার্থের উপস্থিতি মিলেছে।
নিরাপত্তা সংস্থার দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম সিএনএন। ওই প্যাকেটটি দু’বার পরীক্ষা করা হয়েছে এবং দু’বারই বিষের উপস্থিতি নিশ্চিত করেন নিরাপত্তা কর্মকর্তারা।
কানাডা থেকে প্যাকেটটি ট্রাম্পের নামে এসেছে। তবে কে পাঠিয়েছে এবং নিরাপত্তা ভেদ করে কীভাবে সেটি হোয়াইট হাউসে প্রবেশ করেছে, সেসব বিষয় খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস। এদিকে, এ ঘটনার পর হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো সব পার্সেলের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি