বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলা যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে মাদাগিজ শহরের পর নিজেদের আরো সাতটি এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।
শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অ্যালিয়েভ এ ঘোষণা দেন। টুইটার বার্তায় প্রেসিডেন্ট জানান, আজারবাইজানের সেনাবাহিনী মুহুর্মুহু আক্রমণের মাধ্যমে শত্রুদের হাত থেকে নাগার্নো কারাবাখের সাতটি এলাকা মুক্ত করেছে। এর আগে প্রেসিডেন্ট মাদাগিজ শহর দখলমুক্ত করার কথা জানায়। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ যুদ্ধে বড় বড় কামান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি