ইসরায়েলে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
করোনা মোকাবিলায় জারি করা লকডাউন উপেক্ষা করেই শনিবার রাজপথে নেমে আসে বিক্ষোভকারীরা। এ সময় দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর পদত্যাগের দাবি তোলেন তারা।
দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে সরে যাওয়ার আহ্বান জানায়। পার্লামেন্টে পাস হওয়া নতুন একটি আইনের বিরুদ্ধেও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সম্প্রতি দেশটির পার্লামেন্ট বিতর্কিত ওই আইনের অনুমোদন দেয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি